কোথায় আছ কত দুরে হৃদয় অন্তর অচিন পুরে, পড়ে আছে নিথর এক হৃদয় সেউ বুঝি নিতেছে আজি বিদায়। এই যদি হয় তোমার খেলা তবে কেন মনের সাথে মন মিশিয়ে কাটালে সারা বেলা?
যান কি কোন গহিন থেকে তুমি এনেছো মোরে টেনে, ভেবে দেখ আজ তুমি আমার অবুজ মনকে ফেলে দিলে কনে।
যে কথা তুমি বলে ছিলে সে কথা বুঝি মেঘের পানিতে গিয়েছে ভিজে, নতুন করে পাপড়ি ফুলে গাথা মালা দিয়ে বসেছ সেজে। এই হৃদয়ের কান্না একটি বার বুঝলে না। দার ভেঙ্গে কার ঘর কার সঙ্গে তার পর, ভাঙ্গা হৃদয় ভেঙ্গে দিলে আমায় তুমি ছুড়ে ফেলে দিলে। এক পলকে হারিয়ে গেল প্রেমের সব অভিনয়, এক জনের হার শুধু তোমার বিষদ জয়।। দখিনা বাতাসে বাতায়নের দারে ফেলেছ দু চোখের জল, এ কষ্ট তুই দিলি কারে হৃদয় দুয়ার খুলে একবার বল।। যার দুঃখে কাপত তোর বুক সেই বুকে আঘাত করে খুজে নিলি সুক, যত আমা যত ভালবাসা তত আছে বিরাহ,ব্যাকুলিয়া হৃদয় ডাকিলে নিদয় চৈতালী প্রেম, ছিড়েছ হৃদয় নিয়েছ বিদায় ভেঙ্গেছ চোকের ফ্রেম, ডাগর কাল নয়নে এখন কেউ চাইনা। বিজুলিয়া প্রেমে বিজয়ী নারী ব্যর্থ আমি,সিনারী। যত দিন ছিল প্রেমের আকুতি তত দিন তুমি কমলার সাজ সাজনী তত দিন তুমি হৃদয় ব্যকুলিয়া প্রেম ছাড়া আর কিছু বোঝনি।। যে দিন কেটে গিয়েছে প্রেমের বাধন সে দিন থেকে দুচোখে মুমূর্শ কান্দন সে দিন থেকে ফুলকুমারী মন ভুলারী পতে ব্যক্ত হল সেই প্রেমেরী মিলন হল অন্যের সাথে এ বড় উজালিয়া এ বড় জলানজয়ী এ হৃদয় ব্যকুলিয়া উঠিয়াছে লাফিয়া।। উনানের আগুন দিয়েছে হৃদয়, এসেছে ফাগুন নিয়েছে বিদায়। জলেতে ভেজেনা আগুনে পোড়েনা কুড়ে কুড়ে হৃদয়কে কাঁদায়। বাতাসের আড়ালে জলে-স্থলে ভালবেসেছিলে সর্বদায়।। কত ঘুম কত রাত কত পথ কত শফত কে ডাকিল র্নিঝরে? এত শত প্র্রাণ ফেলে কেন এলে এই অভাগা যুবকের গোপন অন্তর, রেকেছি শত ফুলে যেয়ো না গো ভুলে কেউ জানে যে কারে। এত টুকু ব্যথা শত রুপি কথা ব্যর্থ হৃদয়ের আলো, আছ যে যেথা তাক সে সেথা ব্যর্থর চেয়ে স্বার্থ অনেক ভাল।। এত পথ ঘুরে শত মাইল দুরে কে আছ পড়ে, দুঃখিনি মায়ের ঘরে অঝর বারি ঝরে এ কোন অবধের নীড়ে।। মোবারকগঞ্জ ঝিনাইদহ ২২/০৩/০৯রবিবার
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খালিদ হাসান
দারুণ লিখেছেন, আরো চর্চা করুণ। আমার পাতায় ঘুরে আসবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।